কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » কবিতা » একটি দুঃসময়ের কবিতা

একটি দুঃসময়ের কবিতা

একটি দুঃসময়ের কবিতা – মনোজ সাহা

এখন ভালোবাসা আর মন্দবাসার ঘরে তালা
অন্যদিকে ঘাতক চাবি পলাতক
দহনে দহনে কাটে দিন
দুঃসময়ে আত্মচিৎকারে শ্বাসরুদ্ধ
হিমরাত্রির স্তব ভাঙে খন্ডে খন্ডে ।

হিংস্র শকুন-শেয়ালের দল ছুটছে
সূর্যের আলোয়, চাঁদের জ্যোৎস্নায়
আঁধারের ভেতর শত্রু  আলো জ্বালায় নিজেস্ব ।

পরিশ্রান্ত চোখ গুনছে প্রহর……
শান্তির এক পশলা বৃষ্টি ঝরে না
রক্তাক্ত দু:সময়ে
ক্ষয়ে যায় সমাজের মুখ
আর বাড়তে থাকে বাতিল অন্যায়ের স্তুপ ।।

একটি দুঃসময়ের কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!