কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » যাদের মাঝে বৃষ্টি নামে

যাদের মাঝে বৃষ্টি নামে

যাদের মাঝে বৃষ্টি নামে কবিতা – সোমনাথ সাহা

 “বারবার রাত্রি দিয়ে দিন যদি মুছি
               হে পুষণ ! কবে হবে শুচি ?”
                                    প্রেমেন্দ্র মিত্র “পুষণ”

কিছু কিছু বৃষ্টি দাগ রেখে যায় পাথরের মাঝে,
ঠিক যেমন ব্যস্ত নগরীর তলায় অভিমানী গ্রামখানি লুকিয়ে থাকে; তেমন ভাবেই দাগ রেখে চলে যায় তাদের মাঝে যাদের মাঝে বৃষ্টি নামে।
যাদের স্থির চোখের পাতায় আকাশ নেমে আসে,
যারা মেহগনি বনের ভিতর কুয়াশা সরিয়ে অস্থির মগ্নতায় প্রেমের গভীরতা খোঁজে,
ঠিক তাদেরই মাঝে বৃষ্টি নেমে আসে।
যাদের বিকেলের তারে জমে থাকে শুকনো অভিমান।
যারা সকলের মনে মন রাখতে রাখতে নিজেদের হারিয়ে ফেলে,
হাঁ তাদেরই তো মাঝে বৃষ্টি নামে।
বৃষ্টি নেমে ধুয়ে দেয় পাতাঝরা উপকথা, বসন্তের অভিমান।
যাদের জানলার পাশে ভাঁজ করে রাখা থাকে মেঘ।
যারা চিনতে শেখে কিছু মানুষ মানুষের বসত নিংড়ে সুখ পায়।
অবশেষে তাদের মাঝে বৃষ্টি নামে নীলবাষ্প হয়ে।
যারা জানে অভিমানের কোনখানে কতটুকু সুখ থাকে,
যারা শিশুর স্তন পান দেখে বুঝতে পারে গাছেদেরও তৃষ্ণা পায়।
তাদেরই মাঝে প্রেমের শেষে সন্ধ্যা নামার মতন বৃষ্টি নামে।
তবে কিছু কিছু বৃষ্টি তাদেরই মাঝে দাগ রাখে, যারা প্রেমিকার পায়ের কাছে মোমের মতো জ্বালিয়ে রাখে নিজেকে।

যাদের মাঝে বৃষ্টি নামে কবিতা – সমাপ্তি

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!