কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » শরৎ আসে, দুগ্গা হাসে

শরৎ আসে, দুগ্গা হাসে

শরৎ আসে, দুগ্গা হাসে কবিতা – প্রদীপ কুমার সামন্ত

কাশ-শিউলি জানান দিল
          এলো শরৎরাণী
ফলে-ফুলে ছন্দ সুরে
          রাঙল ভুবনখানি ।

আসছে দেবী ঘোড়ায় চড়ে
       খুশির ছোঁয়া সঙ্গে নিয়ে
শুভদিনের বার্তা পেয়ে
        সবার মন দেয় ভরিয়ে ।

শরৎ শিশির ঘাসে থাকে
           হীরে মোতির চুর
দেবীর কৃপায় পল্লী সাজে
            বড়ই সুমধুর ।

ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজে
         তে মাথার ওই মোড়ে
খোকাখুকু উঠল মেতে
         মহালয়ার ভোরে ।

এই কটাদিন দিও মাগো
        সবার মনে শান্তি
বিপদ বাধা সব দূরে যাক্
         ঘুচিয়ে দিয়ে ক্লান্তি ।

শরৎ আসে, দুগ্গা হাসে কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!