কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

মেয়ে জন্ম

মেয়ে জন্ম কবিতা - স্বপন গায়েন শঙ্খ বাজলো উলুধ্বনি উল্লাসে মাতে পাড়া

মেয়ে জন্ম কবিতা – স্বপন গায়েন

শঙ্খ বাজলো উলুধ্বনি উল্লাসে মাতে পাড়া
মেয়ে বলে নেই কষ্ট হৃদয়ে দিয়েছে সাড়া।
মেয়ে জন্ম নেই তো মোটে আমার কাছে খেলা
তাকে নিয়েই কাটতো আমার সকাল সন্ধ্যা  বেলা।

মেয়ে মানে লক্ষ্মী সোনা দুয়ার করে আলো
সংসারে যতো দুঃখ কষ্ট মেয়ের ছোঁয়াতেই ভালো।
ধীরে ধীরে হচ্ছে বড় একটি ছোট্ট মেয়ে
শরীরে তার এসেছে ফাগুন প্রকৃতির ছোঁয়া পেয়ে।

শিক্ষিত হয়ে মেয়ে এখন স্কুলের দিদিমণি
মেয়ে মানে ফেলনা নয় মেয়েই নয়ন মনি।
মেয়েকে করো সুপাত্রে দান করবে সুখে ঘর
জনম জনম মেয়ে আসুক লক্ষ্মীর আসন তার।

ছেলে মেয়ে সমান সমান ভাবনা করো দূর  
মেয়েকেও করো যত্নে মানুষ বাঁধবে নতুন সুর।
একটি দুটি ফুলের কুঁড়ি হবে হয় তো নষ্ট
বাবা মায়ের হৃদয় জুড়ে বাড়বে জেনো কষ্ট।

মেয়ে মানে একমুঠো সুখ মেয়েই বসুন্ধরা
মেয়েরা নয় খেলার পুতুল কষ্টে জীবন ভরা
একটি মেয়ে একটি জনম সংসারে আনবে সুখ
ভালোবাসা দিয়ে গড়বে ওরা থাকবে না কোনো দুখ।

মেয়ে জন্ম কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!