কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

দিন যায়

দিন যায় কবিতা – ভাস্কর সিন্হা

আমি আর জোছনায়

রা কাড়ি না।

কার্তিকের শিরশিরানি আড়মোড়া ভেঙ্গে

মাঘের শৈত্যের গন্ধলেবুর সুবাস মেখে

ফাগুনি পলাশের রক্ত দেখি।

বসন্ত আসে- যায়।

কেউ দেখি শুধায়,

কেউ বা বিস্মৃত হয়

অবহেলায়, অগোচরে।

নতুন তারিখের হাতছানি পেয়ে এলে,

জানাবে কেউ নরম ঘাসের মতো।

ভিজে হয়ে মিশে থাকবে মুগ্ধতায়।

ডানায় কুয়াশালেপা দোলকমল, দইরাজ

হারিয়ে যাবে দ্রুত। ক্যানেলের স্নিগ্ধ স্রোতে

হাতে- হাতের জললিপির পরশখানির মতো।

দিন যায় কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!