কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পূজা সংখ্যা ১৪৩০ » কবিতা » মৃত্যু যদি আসে

মৃত্যু যদি আসে

মৃত্যু যদি আসে কবিতা – তানিয়া ইসলাম

তবে আসুক

রাজার মত।

আমি প্রস্তুত।

অঙ্গের অঙ্গীকার ছেড়ে

           মোহ-মায়া ভস্ম করে

কর্মে-কলম ছুঁয়ে

অস্তিত্বের শ্রদ্ধাঞ্জলী।

আমি প্রস্তুত।

আসা-যাওয়ার মধ্যে

      স্মৃতির ঔরস জাতক

বিরহের আশ্রম ক্ষত।

আমি প্রস্তুত।

প্রেমে যত আগুন আছে

     জাতপাতের চক্র

সুদর্শন; রক্তমাংসের বিবেক চির সত্য।

আমি প্রস্তুত।

মৃত্যু যদি আসে

       তবে আসুক

ভয় নেই নিমিত্ত মাত্র।

লিখব ওপারের গল্প

     শুনব ওষ্ঠের মন্ত্র

জন্মযানের জয়জয়কারে

মৃত্যুর কোলে অমরাবতী।।

মৃত্যু যদি আসে কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!