কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » নেমন্তন্ন বাড়ি

নেমন্তন্ন বাড়ি

নেমন্তন্ন বাড়ি কবিতা – সংকর্ষন ঘোষ

সুতোয় বাঁধা গল্পগাছা, নেই কমা, নেই দাঁড়ি

জীবনটা এক অন্যরকম, নেমন্তন্ন বাড়ি।

নুন মাখানো লঙ্কা লেবু, ছোট্টো ছেলেবেলা

অপেক্ষাটা বিশাল কিছুর, বড়োই মজার খেলা।

ডাল, শুক্তো আর খাবনা বড্ড অভিমানী

শুরুর দিকের কিশোরবেলা ফিরবেনা তো জানি।

মুরগী, পাঠা, মাছের কাঁটা তৃপ্তি রসনায়, 

অ্যাংগ্রি ইয়ং দিনগুলো আর ফিরবেনা তো হায়। 

মিষ্টিটা তো রিটায়ারমেন্ট, আর পাবোনা ভাই, 

পান চিবোনো ফোকলা দাঁতে, এবারে চলো যাই।

এই তো গেলো ফুলটু মেনু, লাইফ মানেই হেল, 

পরের ব্যাচের তৈরী প্লেয়ার, ভানুমতীর খেল।

ইচ্ছে ক্রমেই হচ্ছে বড়ো, মাংসে ফিরে যাওয়ার

গেছে যা গেছে,আসবেনা সে,সময়টা নয় পাওয়ার।

শুধুই খাওয়া,নয়কো বাওয়া,চলতি কা নাম গাড়ি

জীবনটা এক অন্যরকম, নেমন্তন্ন বাড়ি।

নেমন্তন্ন বাড়ি কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!