কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » হাহাকারের হাহাকার

হাহাকারের হাহাকার

হাহাকারের হাহাকার কবিতা – নিবেদিতা বর্মন

বুকের ভেতর শুধুই হাহাকার। 

এই হাহাকারের যে শোরগোল 

সহ্য করা ভীষণ দায়!

বাবাকে হারানোর হাহাকার, 

মায়ের মলিন মুখের হাহাকার,

প্রিয় মানুষের অবহেলার হাহাকার।

 স্বপ্ন ভাঙ্গার হাহাকার , 

জীবন্ত লাশের মতো 

বেঁচে থাকার হাহাকার! 

আমি কতটা অসহায় 

সেই অসহায়তার আড়ালে

পিঠ বাঁচানোর হাহাকার। 

আমি ডুবে যাচ্ছি হাহাকারে

আপাদমস্তক নিমজ্জিত প্রায়। 

আমায় দেখে হাসছে 

আমার চারপাশের নির্জনতা।

এই নির্জনতার হাহাকার আমায় 

মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

মৃত্যু কে সামনে দেখে জীবন

আবার করছে বাঁচার হাহাকার।

হাহাকারের হাহাকার কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!