কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি কবিতা – পিঙ্কি ঘোষ

বুক জুড়ে বিস্তীর্ণ কুরুক্ষেত্র প্রান্তর,

বহুরূপী আমি’র সাথে একাকী আমি’র

রক্তক্ষয়ী ভয়াবহ মহাযুদ্ধ।

কত রক্তাক্ত আমি’র মৃতদেহ,

কত ক্ষত বিক্ষত আহত আমি’র ভিড়।

কোনো শর্ত নেই, কোনো সন্ধি নেই,

শুধুই আঘাতের গোলাবর্ষন,

সমাজ-সংসারের চেনা মুখেরা উপহাস করে,

ওদের অভিধানে ব্যর্থতা নামে কোনো শব্দ নেই।

কত রাতের উল্কাপাতের সাক্ষী থাকে মন,

কত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দৃশ্য দেখে চোখ,

চোখ জুড়ে অবিরত শিলাবৃষ্টি…

তবুও, কবিতারা সেজে ওঠে শৈল্পিক শব্দমালায়।

শিলাবৃষ্টি কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!