কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পূজা সংখ্যা ১৪৩০ » কবিতা » ভালোবেসে ভালো আছি

ভালোবেসে ভালো আছি

ভালোবেসে ভালো আছি কবিতা – বিজয়া বিশ্বাস

যদি তোমায় বলি জীবন কি দিলো?
তুমি বলো এই তো আছি ভালো।

যদি বলি সাগর কই? শুধুই নির্বাসন-
তুমি বলো দুঃখ নেই,এই তো অবগাহন-

হাতে মাথা রেখে কেঁদে বলি কি পেলাম?
তুমি চুমু খেয়ে বলো এই যে ভালোবাসা মাখলাম

জীবন যা দিয়েছে এই তো অনেক প্রিয়!
চেয়ে দেখো কারও নেই ঘর,নেই স্বজন একটিও

কারও আছে খিদে,না পায় ভাত জল
কারও কত একা লাগে নেই কোলাহল।

কেউ ভাঙে নদীর মতো,রাত্রি অভিশাপ
কারও মনে হয় এত গ্লানি!দেবো নাকি ঝাঁপ?

এইবার বলো প্রিয় তুমি কি ভালো নেই?
হেসে বলি ভালো আছি ভালোবেসে তোমাকেই

ভালোবেসে ভালো আছি কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!