কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

শূন্যতা

শূন্যতা কবিতা – বিক্রমজিত ঘোষ

ভাঙাচোরা একটা মন

আর ভেঙে যাওয়া একটা ঘর –

দুই – ই  দুয়ের সমান

একদিনের গড়ে ওঠা ভালোবাসা

সে হয়তো নিষ্কলঙ্ক ছিল

আজকের ভাঙা মনের সাথে

তার যে অনেক মিল –

কলঙ্কহীন হয়েও সে যে আজ নিষ্কর্মা।

ভেঙে যাওয়া মন

আর হারিয়ে যাওয়া ভালোবাসা –

কোন্ পথের পথিক আমরা

কে বলে দেবে – কেউ বলার নেই

আমরা জীবনের পথে এগিয়ে যাই

মনে থেকে যায়  শূন্যতা।

তারই মাঝে নদীতে নৌকো বয়ে যায়

সমুদ্র  থেকে বালি  তীরে ধেয়ে আসে।

শূন্যতা কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!