কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » আমি শুধু শব্দ নিয়ে খেলি

আমি শুধু শব্দ নিয়ে খেলি

আমি শুধু শব্দ নিয়ে খেলি কবিতা – রঞ্জন চক্রবর্ত্তী

সব খেলা শেষ হলে শব্দের জোয়ারে ভেসে যাই
একটি শব্দের পর আলগোছে আর একটি শব্দ সাজাই
শব্দের হাত ধরে সময়-সরণী দিয়ে বিস্মৃত অতীতে হেঁটে যাই                                                                                                 
সময়কে, খেয়ালীপনাকে আমি বড় ভয় পাই
আমি শুধু শব্দ নিয়ে খেলি –
শব্দের অবয়ব মনের মতন করে গড়ি
তারপর নানা উপচারে তাকে আরাধনা করি
আমি শব্দ নিয়ে বাঁচি – শব্দ নিয়ে মরি
শব্দকে চেয়েছি ছুঁতে কতকাল ধরে
শব্দ মেলেছে ডানা আমার অগোচরে
এখন নানা রঙের শব্দ আমার স্মৃতিতে ভিড় করে
আমি শুধু শব্দ নিয়ে খেলি –
সেই শৈশবকাল থেকেই দেখছি শব্দ পড়েছে মুখোশ,
অথচ তখন ভুবনডাঙার মাঠে খেলার দিন ছিল
তখন ভুবনের ধানক্ষেতে শালিধানও ছিল 
এখন হেমন্তের পাতাঝরার দিনেও শব্দ মুখোশে মুখ ঢাকেঅতীতের নামাবলী গায়ে দিয়ে নৈঃশব্দ্যের প্রতীক্ষায় থাকে 

আমি শুধু শব্দ নিয়ে খেলি কবিতা – সমাপ্তি

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!