কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » যৎপরোনাস্তি

যৎপরোনাস্তি

যৎপরোনাস্তি কবিতা – পাপিয়া চ্যাটার্জী

এখনো বেঁচে আছি আমরা বেঁচে আছে শৈশব, পাহাড় জঙ্গল নদী বন সহিষ্ণুতার আস্তিনে বেঁচে আছে স্বর্গের নন্দনকানন। বেঁচে আছে প্রাণে গান গানে সুর সুরে আছে মুচ্ছর্না ,অভিজ্ঞ দুপুর। কবিতা সাহিত্য সভ্যতা আছে রুপোলি সন্ধ্যা আবীর রাঙানো প্রভাত জেগে আছে জননীর মমতা মাখানো আঁচল সজনীর বিনিদ্র বিরহের রাত। যৎপরোনাস্তি যা আছে তা আমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট, কিছুই যায়নি হারিয়ে কিছুই হয়নি শেষ ধ্রাতা ভরিয়ে দিয়েছেন দানে প্রাণে প্রাণে প্রাণ দিয়েছেন অশেষ।

যৎপরোনাস্তি কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!