কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

সত্য ধর্ম

সত্য ধর্ম কবিতা – মতিউর রহমান

মতিউর রহমান, ইবনে রোমজান 

আমাদের পৃথিবীতে আছে, কত শত ধর্ম।

এক এক ধর্মের, এক এক কর্ম।

মিল আছে, মিল নেই, বচসা একে অপরের সাথে।

দিনের বেলা ধর্মে মাতে, নিদ্রা যায় রাতে।

স্রষ্টা সৃষ্টির পার্থক্য আছে ,করিয়া দিয়েছে মিল।

এক ধর্ম অপরের মাঝে, ছোড়ে সদা ঢিল।

সত্য সদা মাঝখানে থাকে,যার দিতে চায় সকলে চেপে।

এক হুংকারে সত্য সদা,গগনচূড়া কাঁপে।

সত্য ধর্ম খুঁজে নাও,সকল ধর্মের মাঝে।

সত্য পথে চললে তুমি,সত্য আসবে কাজে।

সত্য ধর্ম কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!