কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » প্রেমের গল্প » আবার বসন্ত

আবার বসন্ত

আবার বসন্ত প্রেমের গল্প – গোবিন্দ মোদক

খুব ছোট থেকেই মাধবীর প্রিয় ঋতু বসন্ত। বর্ষার রিমঝিম শব্দ ওর ভালো লাগলেও কিংবা শরতের কাশফুলের দোলা ওর মনে সাড়া জাগালেও – প্রিয় ঋতু বলতে এক কথায় ও বসন্তকেই জানত। রিক্ত গাছের ডালে নতুন কিশলয়, কোকিলের কুহুতান, রক্তরাঙা শিমুল-পলাশের উৎসবের লালিমা, কৃষ্ণচূড়ার হাতছানি – সব কিছু মিলে ওর প্রিয় ঋতু বসন্ত। ঋতুরাজ বসন্ত।
ঋতুমতী হওয়ার পর মাধবীর ভালোলাগা আরও বাড়লো এই বসন্ত ঋতুকে ঘিরে। ও মায়ের কাছে জানতে পারলো মেয়েরা ঋতুমতী হয় – এটা প্রকৃতির দান,মেয়েরা যে মায়ের জাত।
মায়ের সেই কথা শুনে খুশিতে নেচে উঠেছিল মাধবী। আর সেই খুশির সাথী হয়েছিল গ্রামেরই এক দাদা-স্থানীয় কিশোর – কিংশুক। সত্যি কথা বলতে কি – প্রেম কি জিনিস মাধবী বুঝতো না, কিন্তু কিংশুককে দেখলেই ওর ভালো লাগতো, ওর বুকের ভিতর কেমন যেন একটা অনুভূতি হতো, হাত-পা ঘামতো, কেমন একটা লজ্জা এসে ওকে ঘিরে ফেলতো।
কিন্তু না, কিংশুকের সঙ্গে আর মাধবীর ঘর বাঁধা হয়নি। উচ্চ-মাধ্যমিকের পরই মাধবীর বাবা ওকে বিয়ে দিয়ে দিয়েছিল দূর গ্রামে এক স্কুলমাস্টারের সঙ্গে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মাধবী তার বাপের বাড়ি ফিরে আসে বিধবা হয়ে। এই নিদারুণ অভিশাপকে মাধবী মন থেকে মেনে নিতে পারেনি। মাধবী কেমন যেন হয়ে গেছিল, পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনও দ্বীপে বসবাসকারিনী এক অনাথিনীর মতো তার আচার-আচরণ পরিলক্ষিত হতো। কিন্তু সময় যে সবচেয়ে বড় সুশ্রূষাকারিনী! সময়ের প্রলেপে ধীরে ধীরে প্রশমিত হয় মাধবীর সব শোক।
ক্রমে মাধবী আবার খুঁজে পেয়েছে তার সেই পুরোনো অস্তিত্ব। আবার যেন ফিরে এসেছে সেই উচ্ছল মাধবী যে বসন্তকে ভালোবাসে, ভালোবাসে ফাগুনের আগুনকে। সেই মাধবী তাকিয়ে তাকিয়ে দেখছিল প্রকৃতির রূপ। শিমুল পলাশের দল আকাশ জুড়ে যেন আগুন জ্বালিয়েছে। কোকিলের কুহুতান মনকে বিবশ করে দেয়। সেই বিবশ মন নিয়ে মাধবী জানলা দিয়ে দেখছিল প্রকৃতিকে। এমন সময় চেনা কন্ঠস্বর শুনে ফিরে তাকালো মাধবী। দরজায় কিংশুক দাঁড়িয়ে আছে, তার হাতে আবিরের পাত্র। কিংশুকের চোখে চোখ রাখলো মাধবী, টের পেলো একটু একটু করে আবার ফিরে আসছে বসন্ত।

আবার বসন্ত প্রেমের গল্প – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!